এই মুহূর্তে জেলা

টিটাগড়ে নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজি , জখম এক শিশু সহ ছয়জন।

ব্যারাকপুর , ২২ এপ্রিল:- ষষ্ঠ দফার নির্বাসনের আগের দিন বোমা বিস্ফোরণ,আর নির্বাচনের দিন ব্যাপক বোমাবাজির ঘটনায় রীতিমত উতপ্ত টিটাগড়। অভিযোগ বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন টিটাগড় পুরসভার ১৫ ও ২২ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। ঘটনায় সাত বছরের এক শিশু সহ ছয়জন বোমার আঘাতে জখম হয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন পৌনে দুটো নাগাদ মুখে মাক্স পড়া অবস্থায় ৮-১০ জনের একটি দুষ্কৃতীর দল বাইকে চেপে এসে দেশবন্ধু নগরের ৩ নম্বর লাইন ও কে এস পথ এলাকায় পর পর ৭ থেকে ৮ টি বোমা ছুড়ে চম্পট দেয়।

বস্তি এলাকা হওয়ার ফলে এলাকা দুটি যথেষ্ট ঘিঞ্জি দুষ্কৃতীদের ছোঁড়া বোমা ফেটে স্পিন্টারের আঘাত সাত বছরের এক শিশু সহ ছয়জন জখম হয়েছেন। আহতদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও দুজনের আঘাত গুরুতর হওয়ায় তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে জখম সাত বছরের শিশুটি পরি দাস ওরফে মধু ঘটনার সময় বাড়ির সামনে খেলা করছিল। সেই বোমার স্পিন্টার এসে তার মুখে লাগে। তাকে বি এন বসু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অপরদিকে বোমার স্পিন্টারে জখম এলাকারই আর এক বাসিন্দা সোমনাথ সাউয়ের বুকে দুটো সেলাই পড়েছে।

ঘটনার এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে স্থানীয়দের কথায় দুষ্কৃতীরা মুখে মাক্স পরে থাকায় তাদের তারা চিনতে পারেনি। এদিকে এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। এমনকি এলাকায় তাদের একটি ক্যাম্প অফিসও ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির দাবি। যদিও তৃণমূল এই ঘটনার দায় বিজেপির ওপরই চাপিয়েছে।