এই মুহূর্তে জেলা

ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।

 

 কোচবিহার,২৯ জানুয়ারি:- কোচবিহারে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবুবক্কর সিদ্দিকি। তার বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার থেকে তুফানগঞ্জ যাওয়ার পথে বলরামপুর চৌপথিতে অভিযুক্তকে আটক করে পুলিশ। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত আবুবক্করকে।

There is no slider selected or the slider was deleted.

অন্যদিকে, এদিনই কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এক্সাইস রোড থেকে গুলি ভর্তি সেভেন এমএম পিস্তল সহ তিন যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। এরপরেই তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় আবুবক্করকে। কয়েক ঘণ্টার মধ্যেই জেলায় পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

There is no slider selected or the slider was deleted.