ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার তীব্র আওয়াজে আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে। এদিকে ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে ভারত হাউজিংয়ের বাসিন্দারা। যদিও এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে নীলরতন দাস বলেন,সোমবার রাত দেড়টা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারবো না। তার দাবি দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে তার দাবি,এর আগে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো ঘটেনি। এদিকে সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনজন দুষ্কৃতী বোমাবাজি করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
Related Articles
খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ।
মহেশ্বর চক্রবর্তী , ৬ আগস্ট:– এবার হুগলির খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ। জল থই থই চারপাশ। মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে রয়েছে কিছু কিছু ঘর। অবশ্য ঘর নয়, বরং কাঠামো বলাই সঙ্গত। কারণ, চাল নেই। ভেঙে পড়েছে মাটির দেওয়াল। পাকার বাড়িগুলো বন্যার জলের মধ্যে সামান্য জেগে রয়েছে। আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে […]
কোভিড যোদ্ধাদের বিমার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলো রাজ্য সরকার।
কলকাতা, ১৯ জুলাই:- কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হলো। এই সংক্রান্ত পরবর্তী আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০–র মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার […]
বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে গদ্দার হাটাও স্লোগান তৃণমূলের।
হুগলি , ২৬ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই তাল কাটে তৃণমূলের নেতা কর্মীদের। বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল দলের নেতা কর্মীরা। ওঠে গদ্দার হাটাও স্লোগান। এদিন বিক্ষোভকারী তৃণমূলের নেতা কর্মীরা বলেন […]