এই মুহূর্তে জেলা

জগদ্দলের ভারত হাউজিং লক্ষ করে দুষ্কৃতীদের বোমাবাজি,আতঙ্কিত এলাকাবাসী

ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার তীব্র আওয়াজে আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে। এদিকে ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে ভারত হাউজিংয়ের বাসিন্দারা। যদিও এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে নীলরতন দাস বলেন,সোমবার রাত দেড়টা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারবো না। তার দাবি দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে তার দাবি,এর আগে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো ঘটেনি। এদিকে সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনজন দুষ্কৃতী বোমাবাজি করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।