এই মুহূর্তে জেলা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গুপ্তিপাড়ায় রাস্তা অবরোধ বিজেপির।

সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ বিজেপির। শুক্রবার সন্ধ্যায় বলাগড় সোমরাবাজার ঘোষপুকুর মোড়ে এক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহী গুপ্তিপাড়া থেকে চুঁচুড়ার দিকে যাবার সময় সজোরে একটি ব্যারিকেডে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে জিরাট গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই যুবকের বাড়ি বলাগড়ে তার নাম বা পরিচয় এখনো জানা যায়নি ‌।এরই প্রতিবাদে এস টি কে কে রোডের উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ গত চার মাস আগে একই জায়গায় একটি চারচাকা ম্যাক্স গাড়ি এক পথচারীকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ ও স্থানীয় দুই পঞ্চায়েতের প্রধান। তারা প্রতিশ্রুতি দেয় ১৫ দিনের মধ্যে এলাকায় হাইমাস লাইট এবং বাম্পার তৈরি করে দেবে। কিন্তু চার মাস কেটে গেলেও এখনো হাইমাস লাইট লাগানো হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এরই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে এসটিকেকে রোডের উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ ।পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।এদিন বিজেপির মন্ডল সভাপতি অলক কুণ্ডুর নেতৃত্বে অবরোধ চলে।