হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ার শিবপুরে বিজেপির ব্যানার হোর্ডিং লাগানো নিয়ে বচসা থেকে উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ঘটে ওই ঘটনা। মারধরের ঘটনায় জখম হন বিজেপির একাধিক কর্মী। বিজেপির তরফ থেকে এই ঘটনায় শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়া পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডে বিজেপির স্থানীয় কর্মীরা মধ্য হাওড়ার দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার হোর্ডিং লাগানোর কাজ করছিলেন। সেই নিয়েই বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। বিজেপির অভিযোগ তাদের দলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ জানিয়ে থানায় যাওয়া হলে, থানার সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয়। সেখানে শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীরা এসে হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। রাতে শিবপুরের সিল বস্তি ফার্স্ট বাই লেনে ঘটনাটি ঘটে।শনিবার ওই এলাকার বুথ নম্বর ২৫১তে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী সঞ্জয় সিং শিবপুর থানার পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন। তাঁর দাবি থানার আধিকারিককে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো হোক। এদিকে, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা মিথ্যা ও সাজানো। বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করে তৃণমূলের নামে মিথ্যা বলছে।
Related Articles
যোগে যোগ ২২ গজের তারকাদের।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- যোগ দিবস পালনে সামিল হল দেশের ক্রীড়া মহল। কিংবদন্তি শচীন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর থেকে ভিভিএস লক্ষ্মণ, স্বতন্ত্রভাবে যোগ ব্যায়াম করেছেন প্রত্যেকে। তাঁদের পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। লিখেছেন, কিছুটা সময় বেশি লাগলেও, যোগের মাধ্যমেই […]
কোচবিহারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ২ জন, জেলায় এক্টিভ কেস ১২৪।
৪ কোচবিহার, ৭ জুন:- নতুন করে কোচবিহারের দুই করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।ওই দুই করোনা মুক্ত ব্যাক্তির বাড়ি মাথাভাঙায়। এখনও পর্যন্ত জেলার মোট ৩৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন। এছাড়াও উত্তর দিনাজপুর থেকে করোনা পজেটিভ হয়ে শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকা কোচবিহারের দুই বাসিন্দা ও বাংলাদেশের এক বাসিন্দা […]
আমি দিদির দূত হয়ে কাজ করব – অরিন্দম গুঁইন।
সুদীপ দাস , ৬ মার্চ:- কোথাও কোন কোন্দল নেই। আমি দিদির দূত হয়ে সবার কাছে যাব।সারা বছর দিদি মানুষের জন্য উন্নয়ন করেছেন।সেই উন্নয়ন কে হাতিয়ার করেই প্রচারে যাব। শনিবার বাড়ির কাছেই চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে একথা বলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুই। তিনি বলেন,পাঁচ বছর বিধায়ক কে মানুষ পায়নি। তাই মানুষ চাঁপদানী কেন্দ্রে […]