হাওড়া , ১৪ মার্চ:- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল ৩ জন। শনিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। গত ৩রা মার্চ হাওড়া স্টেশন দিয়ে অন্য রাজ্যে পাচারের সময় উদ্ধার হয় ৯ এমএম পিস্তলের ৯৯টি কার্তুজ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই স্টেশন চত্বরে গাঁজা নিয়ে ঢোকার সময় বাজেয়াপ্ত করা হয় ৪০ কেজি গাঁজা যার বাজার দর প্রায় আড়াই লক্ষ টাকা। রেল পুলিশ জানিয়েছে গোপন সূত্রে তারা জানতে পারেন শনিবার গাঁজা পাচারে উদ্দেশ্যে কয়েকজন ট্রেনে করে হাওড়া স্টেশনে আসছেন। সেই মতো আরপিএফ কর্মীরা হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। ডাউন বেঙ্গালুরু- হাওড়া স্পেশাল ট্রেন থেকে নামার সময়
৩ জন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশএর কর্মীরা। তাদের পরিচয় পেয়ে ব্যাগ তল্লাশি শুরু করে রেল পুলিশ। তাদের ব্যাগ থেকেই মেলে প্রায় ৪০ কেজি গাঁজা। সেই গাঁজা তাদের কাছে রাখার স্বপক্ষে কোনও সন্তোষজনক উত্তর তারা দিতে পারেনি। এরপর পুলিশ গ্রেফতার করে তাদের। ধৃতদের জেরা করে রেল পুলিশ জানতে পেরেছে বিশাখাপত্তনমে এক ব্যাক্তির কাছ থেকে এই গাঁজা সংগ্রহ করেছিল। সেই গাঁজা তাঁরা এই গাঁজা বেলডাঙায় একজনের কাছে পৌছে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় অভিযুক্তরা। এর আগে একাধিকবার সফলভাবে গাঁজা পাচার করেছিল বলে জেরায় পুলিশের কাছে স্বীকার করেছে ধৃতেরা।