এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে।

হাওড়া , ১৩ মার্চ:- ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। তাজপুর যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি। নিয়ন্ত্রণহীন ট্রেলার ধাক্কা মারে একাধিক গাড়িতে। এদিন সকালে বিদ্যাসাগর সেতুর টোলট্যাক্সের সামনের ঘটনা। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণহীন ওই ট্রেলার। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেসরকারি গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের কলকাতায় চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে।