এই মুহূর্তে জেলা

বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সৌমিত্র খাঁ।

বাঁকুড়া , ৪ মার্চ:- বৃহস্পতিবার বিষ্ণুপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করল রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুরে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এছাড়াও তিনি বলেন তুমি বলেছিলে ভোটে হারলে রাজনীতি ছেড়ে দেবো বিষ্ণুপুর জেনারেল সিট চলে আসুন এখানে। তোমাকে কত ভোটে হারাবো নাকি আমরা কত ভোটে হারবো সেটাই দেখতে চাই।

তিনি আরো বলেন নরেন্দ্র মোদি যেমন বাংলাকে সোনার বাংলা তৈরি করতে বদ্ধপরিকর ঠিক তেমনি আমরাও বিষ্ণুপুর কে সোনার বিষ্ণুপুর তৈরি করতে বদ্ধপরিকর। আগামী 7 তারিখ ব্রিগেড সমাবেশে চমক রয়েছে বলেও তিনি জানান তবে সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র খাঁকে চিনিয়েছে । আর উনি নিজের বউকে নিজের দলে রাখতে পারেননি উনি কত বড় সংগঠক তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন ।