কলকাতা , ১ মার্চ:- রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি আজ বৈঠকে বসছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে তার বাড়িতে আয়োজিত ওই বৈঠকেই রাজ্যে প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। গতকাল দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে কালীঘাটের বাড়িতে এক দফা বৈঠক হয়। তৃণমূল কংগ্রেস নিযুক্ত ভোট কুশলী প্রশান্ত কিশোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ২৭শে মার্চ প্রথম দফায় জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ওই পর্যায়ের ভোটের জন্য প্রথম দফায় দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। প্রার্থী তালিকা বেশকিছু নতুন মুখ যেমন থাকতে পারে তেমনি বেশকিছু নাম বাদ যেতে পারে। অন্যদিকে আর জে ডি নেতা তেজস্বী যাদব আজ কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন। গতকালই তিনি কলকাতায় এসেছেন। আজ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে তেজস্বী যাদব জানিয়েছেন।
Related Articles
শুধু মমতার ইচ্ছা প্রকাশ নয় , দিদিকে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর আবেদন গেরুয়া শুভেন্দুর।
হুগলি , ২০ জানুয়ারি:- তৃণমূলকে বাঁচানোর কোনো ওষুধ বাজারে বের হয়নি, কাজেই এবারে যাবে তৃণমূল- দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। আজ হুগলির মানকুণ্ডুর সার্কাস মাঠে এক জনসভা থেকে একথা বলেন তিনি পাশাপাশি এই মঞ্চ থেকে তিনি বলেন মাননীয়া বলছেন নন্দীগ্রাম মেজ বোন, ভবানীপুর বড় বোন এরপর নেতাইকে ছোট বোন বলবে তবে আমরা ওনাকে দু জায়গা […]
বিরোধীদের কণ্ঠরোধ করতেই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে- বিমান বন্দোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- একগুচ্ছ শব্দকে অসংসদীয় ঘোষণা করে আসলে বিরোধীদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, বিরোধীধের কণ্ঠরোধ করতেই এই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে বিরোধীদের বক্তব্যে যেন ধার না থাকে। বিমান বাবু আরও বলেন, সংসদ, বিধানসভা […]
রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।
কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা […]







