হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে রাজ্যে। আজ সকালে হাওড়াতেও বাহিনীর জওয়ানেরা রুটমার্চ করেছেন। রবিবার সকালে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের জবাব দেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা কোনও আপত্তি করিনি। আমাদের এখানে তো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়। এখানে তো নির্বাচনে সন্ত্রাস হয়না। তাহলে কিসের জন্য এই বাহিনী এতো তাড়াতাড়ি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ? কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নিরাপত্তার কাজ করুক। মানুষকে ভীতি সঞ্চার করার প্রয়োজন নেই।
এদিন অরূপবাবুকে প্রশ্ন করা হয় গতকাল দলের যুব কর্মী সম্মেলনে তাঁর গরহাজির থাকার বিষয়েও। তিনি বলেন, অনেকগুলি কর্মসূচি থাকায় তিনি হাজির থাকতে পারেননি। এতে অন্য কিছু ভাবা উচিত নয়। উল্লেখ্য, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’- এই শিরোনামে হাওড়ায় রবিবার সকালে তৃণমূলের তরফে এই স্লোগান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হলো। এদিন জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এর আনুষ্ঠানিক প্রকাশ করেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, অজয় ভট্টাচার্য, অরূপেশ ভট্টাচার্য, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, মহিলা নেত্রী রেখা রাউত সহ অন্যান্যরা।