এই মুহূর্তে কলকাতা

তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা।

কলকাতা ,২৪ জানুয়ারি:- সরকারের সাথে বাস মালিকদের আলোচনাতেও মিলল না সমাধান সূত্র। ২৮ তারিখ থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি মালিকদের সংগঠনও। দাবি না মানলে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বাস মালিকদের দাবি খতিয়ে দেখতে ফের আরেকদফা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্য সরকার। সমস্যা সমাধানে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রবিবার ময়দানে পরিবহন দপ্তরের অফিসে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। ছিলেন পরিবহন সচিব রাজেশ সিনহা। মুখ্যসচিব বাস মালিকদের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। বাস মালিকদের দাবি, প্রায় রোজই বাড়ছে ডিজেলের দাম। সেইসঙ্গে আনুষঙ্গিক খরচ বাড়ছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বাসে যাত্রী এখনও খুব একটা বাড়ছে না। এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি বাস মালিকদের।