এই মুহূর্তে কলকাতা

নারী শিক্ষার প্রসার ঘটাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নিত করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে।

কলকাতা ,২৪ জানুয়ারি:- সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্য়ে নারী শিক্ষার প্রসার ঘটাতে গৃহীত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্পে নতুন আবাসিক স্কুল নির্মাণ এবং বর্তমান বিদ্যালয়গুলিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নিত করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। জাতীয় কন্যা সন্তান দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সারা দেশে পিছিয়ে পড়া এলাকায় সমগ্র শিক্ষা মিশনের আওতায় এখনও পর্যন্ত ৫৭২৬ টি কেজিবিভি স্কুল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় পাঁচ হাজার স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওই সব স্কুলে ৬ লক্ষের বেশি ছাত্রী নাম লিখিয়েছেন।চলতি আর্থিক বছরে ২৪০০র বেশি কেজিবিভি স্কুলকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট স্কুল গুলিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি রূপায়ণের ওপরেও জোর দেওয়া হচ্ছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।চলতি আর্থিক বছরে কেজিবিভি গুলিতে বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণ চালু করার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। জাতীয় কন্যা সন্তান দিবস উপলক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে নারী সশক্তি করণে কেন্দ্র ও রাজ্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় কন্যা সন্তান দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মেয়েদের ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ প্রকল্প নিয়েছে। তাদের পড়াশোনা থেকে চিকিৎসা সংক্রান্ত সুযোগ এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর টুইটে মহিলাদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। রাষ্ট্রপুঞ্জ এই প্রকল্পকে স্বীকৃতি দিয়ে প্রথম পুরস্কার দিয়েছে। এই প্রকল্পের অধীনে স্কুল এবং বিশ্ববিদ্যালয় স্তরে ৬৯ লক্ষ মেয়ে আর্থিক সাহায্য পায় বলে তিনি জানান।