এই মুহূর্তে কলকাতা

প্রথম পর্বের দ্বিতীয় দফার টিকাকরণ চলেছে।

কলকাতা , ১৮ জানুয়ারি:- রাজ্যজুড়ে আজ করোনা ভ্যাকসিনের প্রথম পর্বের দ্বিতীয় দফার টিকাকরণ চলেছে। সকাল ৯টা থেকেই রাজ্যের ২০৭ কেন্দ্রে টিকাকরণ শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গত শনিনার টিকা করণ শুরু হওয়ার দিনে টিকা দানের লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। টিকার অপচয়ের অভিযোগ উঠেছে। এমত অবস্থায় কোন ভাবেই যেন টিকার অপচয় না হয় তা সুনিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। যাতে বলা হয়েছে, কোন ভাবেই ভ্যাকসিনের অপচয় করা যাবে না। একটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়ার পর যতটা অবশিষ্ট থাকবে,

তাও ব্যবহার করতে হবে। অন্যদিকে, টিকা নিয়ে কিছুটা সংশয় থাকায় প্রথম দিনে রাজ্যে লক্ষ্যমাত্রার নীচে ৭৫.৯ শতাংশ মানুষ টিকা নিয়েছে রাজ্যে। প্রথম দিন শনিবার রাজ্যে ১৫ হাজার ৮৮৩ জন করোনা টিকা পেয়েছেন৷ এদের মধ্যে কলকাতার ১,১৩৭ জন টিকা পেয়েছেন বলে জানা গেছে টিকাকরণের পরিসংখ্যান রাখতে ব্যবহার করা কোউইন অ্যাপ ঠিকমত কাজ না করায় নথিভুক্ত টিকা গ্রহিতাদের একটি বড় অংশের কাছে এসএমএস যায়নি বলে অভিযোগ ওঠায় আজ আগাম সতর্কতা নেওয়া হয়েছে।