এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ায় ভারত বাংলাদেশে সীমান্ত এলাকা থেকে পাচারের আগে ৭টি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা


শিলিগুড়ি , ৪ অক্টোবর:- ফের একবার পাচারের আগে গরু উদ্ধার। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশে সীমান্ত এলাকায় বাংলাদেশে গরু পাচারের আগেই সাতটি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা। জানা গিয়েছে শনিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ধোনিয়ামোর এলাকায় টহলদারি চালাচ্ছিল বিএসএফের জাওয়ানরা। ঠিক সেই সময় গরুগুলোকে দেখতে পান বিএসএফের জাওয়ানরা। এরপর গরুগুলোকে উদ্ধার করে। তবে ওই এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হন পাচারকারীরা। এরপর বিএসএফের জাওয়ানরা গরুগুলোকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনার কে বা কারা জড়িত আছে তা খতিয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ।