নিউ বারাকপুর, ১৮ জানুয়ারি:- আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিন অঙ্কে পৌছতে পারবে না, তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। উত্তর ২৪পরগনা জেলার নিউ বারাকপুরে তৃণমূল কংগ্রেসের এক বিরাট জনসভায় রবিবার বিকেলে স্থানীয় মহাজাতি পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের একথা গুলি বলেন সাংসদ সৌগত রায়। বলেন লড়াইটা বাঙালি বনাম বহিরাগতের। বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতরা জেপি নাড্ডারা। জেপি নাড্ডারা কলকাতায় যত কম আসবে তত ভাল। বাংলার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি জানেনা।বলছেন বাংলার একটি মন্দিরে চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন। ভুল ভাল বলছেন। মমতাকে আঘাত করতে এসে নিজেরা হাস্যকর করছেন। বিজেপির পরিবর্তন যাত্রা একটি শ্লোগান। অমিত শাহকে পেট মোজাজী বলে কটাক্ষ করেন সাংসদ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সিপিআই এমের শাখা সম্পাদক সহ চারজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মহিলাদের ঐক্য, তাদের ধৈর্য্য আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাই তাদেরকে অভিনন্দন না জানিয়ে আমি থাকতে পারছি না।