এই মুহূর্তে জেলা

কয়েকদফা দাবীতে বাম ট্রেড ইউনিয়নের আইন অমাম্য কর্মসুচি চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১৮ জানুয়ারি:- শ্রম কোড বাতিল, জনবিরোধী কৃষি আইন বাতিল, প্রস্তাবিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে বাম ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে আইন অমাম্য কর্মসুচি পালিত হলো চুঁচুড়ায়। এদিন চুঁচুড়ার আখনবাজারে কয়েকহাজার বাম কর্মী-সমর্থক জমায়েত হয়। সেখানে প্রথমে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃত্বরা। এরপর সেখান থেকে মিছিল সহকারে তাঁদের আইন অমান্য কর্মসূচি শুরু হয়। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে পুলিশ লাইনের দিকে এগিয়ে চলে। দুটি ব্যারিকেড ভাঙলেও পুলিশ লাইনের কাছে ৩য় ব্যারিকেডে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানে বেশকিছুক্ষন পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি চলে। এরপর সকলকে সমঝোতাপূর্ণ গ্রেপ্তার করে নিস্বার্থ মুক্তি দেয় পুলিশ। এদিন সিটুর হুগলি জেলা সভাপতি মলয় সরকার বলেন আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।