এই মুহূর্তে জেলা

গঙ্গাকে দূষন মুক্ত করতে অভিনব উদ্যোগ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের।

সুদীপ দাস , ১৭ জানুয়ারি:- গঙ্গাকে দূষন মুক্ত করতে অভিনব উদ্যোগ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। এদিন চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গাকে পুজো দিয়ে এই কর্মসুচির সুচনা করেন বিধায়ক। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী, চুঁচুড়া শহর তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডল, মৌসুমি বসু চ্যাটার্জী, সমীর সরকার সহ তৃণমূল নেতৃত্বরা। পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে জোড়া ঘাটস্থিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাল্যদান করেন বিধায়ক। এদিন অসিত মজুমদার বলেন ২০১৪ সালে বিজেপি নওয়ামি গঙ্গার নামে ২০ হাজার কোটি টাকা খরচ করেছে।

কিন্তু মা গঙ্গাকে দূষন মুক্ত করতে পারেনি। তাই আমি আমার ক্ষমতা অনুযায়ী চুঁচুড়া বিধানসভা এলাকায় গঙ্গা দূষন রোধে বদ্ধপরিকর হয়েছি। আজ থেকে যেখানেই গঙ্গাকে কেউ দূষিত হতে দেখবেন তিনি আমি সহ চুঁচুড়া বিধানসভা এলাকার যেকোন তৃণমূল নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে দূষনের ছবি তুলে পাঠালে ২৪ঘন্টার মধ্যে ব্যাবস্থা নেওয়া হবে। যদিও ভোটের মুখে এই কর্মসুচীকে তৃণমূলের ভোট রাজনীতি বলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী বলেন। চুঁচুড়ায় গঙ্গা দূষনের জন্য তৃণমূলই দায়ী। এতদিন বিধায়ক কিছু না করে এখন ভোটের রাজনীতি করছেন।