হুগলি , ৯ জানুয়ারি:- ২০ বছর ধরে বেহাল রাস্তার অবস্থা ,নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মানুষ। পান্ডুয়ার বৈঁচি চারাবাগান থেকে বেড়লা প্রায় দুই কিলোমিটার রাস্তা খানাখন্দে ভর্তি । রাস্তার মোরাম উঠে বেরিয়ে গিয়েছে ইট। দশ-বারোটি গ্রামের মানুষ এই রাস্তায় দিয়েই যাতায়াত করে । স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বয়স্ক মানুষেরা মাঝেমধ্যেই পড়ে গিয়ে দুর্ঘটনার ঘটে । রাতের অন্ধকারে অথবা বর্ষার সময় দুর্বিষহ হয়ে ওঠে এই রাস্তা ।স্থানীয় বেড়েলা কোচমালি পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল হয়নি।
লোকসভা পঞ্চায়েত ভোটের সময় এলাকার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত খারাপ হয়ে পড়ে রাস্তাটি । স্থানীয় মানুষের অভিযোগ, এই রাস্তায় চলাচল করতে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। হেঁটে যাতায়াত করা যায় না টোটো অটো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিকার হয়নি এখনও পর্যন্ত ।তবে জেলা পরিষদের সদস্য মানুষের সমস্যার কথা মেনে নিয়ে অবিলম্বে রাস্তা সারাবার সবরকম ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সদস্য রুপা দে বলেন, যত দ্রুত সম্ভব রাস্তা তৈরি করা হবে। বেড়লার রাস্তার জন্য জেলা পরিষদ কে জানানো হয়েছে। পান্ডুয়া ব্লকের 3 জন জেলা পরিষদের সদস্য স্ট্রংলি রেকমেন্ড করা হয়েছে, যাতে রাস্তাটি খুব তাড়াতাড়ি করা যায়।