কলকাতা , ৪ জানুয়ারি:- উত্তর ২৪ পরগনার অশোকনগরে অপরিশোধিত তেল উত্তোলন এবং সংশ্লিষ্ট কাজকর্মের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে চিঠি দেওয়ার প্রেক্ষিতে ও এনজিসি সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য যে চল্লিশ একর জমি চেয়েছে রাজ্য সরকার তা বিনামূল্যে দেবে। এই প্রকল্পের মাধ্যমে বড় এবং বিভিন্ন অনুসারী শিল্প গড়ে তুলতে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সব রকমের সহযোগিতা করবে বলেও মুখ্যমন্ত্রী জানান।
ইতিমধ্যেই এই প্রকল্পটিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি তিন হাজার ৩৬১ কোটি টাকা খরচ করেছে। আগামী দুই বছরে তারা আরো ৪২৫ কোটি টাকা খরচ করবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থান হবে বলেও তিনি দাবি করেছেন। সেখানে প্রকল্পের জমিতে যে তিনশো টি পরিবার বসবাস করছে তাদের উপযুক্ত পুনর্বাসন এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার আর্জি জানিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।