অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা ময়দানে এ সব কিছু সম্ভব । টাকার কাছে শেষ পযন্ত মাথা নামাতে হলো আবেগ কে। একটা ঝড়ে গঙ্গা পাড়ের ক্লাব এক হয়ে গেলো আই এস এল এর এটিকের কাছে অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কাছে থাকলো ৮০ শতাংশ ও মোহনবাগান এর কাছে ২০ শতাংশ শেয়ার। যে এটিকে কে ছাগলের তৃতীয় সন্তান বলা হলো তাঁদের সঙ্গেই গাঁটছাড়া। ২০২০ সালের পয়লা জুন থেকে কাজ করবে বাগান ও এটি কে। ২০২০-২১ আই এস এল ও খেলবে মোহনবাগান । আই এস এল টিকিট এর দামে ও ছাড় পাবে বাগান সমর্থকরা। আর,পি,এস,জি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ২০০ বছরের প্রতিষ্ঠান আমরা । মোহনবাগান এর সঙ্গে আমাদের সংযোগ একটা রি ইউনিয়ন। আমার বাবা মোহনবাগান সমর্থক ছিলেন ।
বাগান সমর্থক রা তাঁদের আবেগ বিক্রি হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক এ গলা ফাটিয়েছে তাঁদের শান্ত করতে মোহনবাগান সচিব টুটু বসু বলেন, আমরা সব সময় চাই আমাদের জার্সি ও আবেগ কে ধরে রাখতে। কিন্তু সময় এর সঙ্গে তাল মেলাতে কর্পোরেট হওয়া দরকার। মোহনবাগান সমর্থকরা যে ভাবে এত দিন আমাদের পাশে ছিলেন এখন ও থাকবেন এই আসা রাখি। ইস্টবেঙ্গল কোয়েস এর কাছে আশি শতাংশ শেয়ার বিক্রি করে কর্পোরেট হতে গিয়ে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিয়েছে। যা বিচ্ছিন্ন হওয়ার পথে। এখন দেখার বাগান কর্তাদের মধুচন্দ্রিমা কতদিন থাকেRelated Articles
চুঁচুড়া আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেন।
সুদীপ দাস, ২৫ নভেম্বর:- আবারও চুঁচুড়া আদালতে তোলা হল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। শুক্রবার দুপুরে চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট)-এ তোলা হয় সুদীপ্ত সেনকে। কটন ফুল প্যান্ট ও মেরুন সোয়েটার গায়ে সুদীপ্তকে নিয়ে আসা হয় আদালতে। এদিনও ক্যামেরার সামনে মুখ খোলেননি সারদা কর্তা। সুদীপ্ত সেনের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন ২০১৩ সালে […]
উত্তরপ্রদেশ না বলে এখন থেকে বলতে হবে ধর্ষক প্রদেশ , সোনামুখিতে বিস্ফোরক কল্যাণ।
বাঁকুড়া , ৪ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই মতই সোনামুখী ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সোনামুখীতে মহামিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেস। সোনামুখী সিনেমাতলা থেকে মিছিল শুরু হয়ে গোটা সোনামুখী শহর পরিক্রমা করে পৌরসভা সন্নিকটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান তৃণমূল সাংসদ […]
বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলে শ্রমিকদের নতুনকরে আবারও অবস্থান বিক্ষোভ।
বাঁকুড়া , ৬ সেপ্টেম্বর:- বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসাবতী স্পিনিং মিলে বেতন বৃদ্ধির দাবিতে টানা চার দিন শ্রমিক বিক্ষোভ করার পর গতকাল ত্রিপাক্ষিক বৈঠক হয়। ত্রিপাক্ষিক বৈঠকে আশানুরুপ ফল না মেলায় আজ আবার ও শ্রমিকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। কারখানার এক শ্রমিক জানায়,আজ পঞ্চম দিনের অনশনে বিশেষ কিছু বলবো না।আমরা প্রথমেই কারখানা চালু রেখে এই […]