এই মুহূর্তে কলকাতা

আইপিএসদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ করেছেন।

কলকাতা , ২০ ডিসেম্বর:- আইপিএস আধিকারিকদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ এক টুইটে তিনি লেখেন রাজ্য না করা সত্বেও কেন্দ্র যেভাবে দ্বিতীয় বার আইপিএস দের ডেপুটেশনে ডেকেছে সেটা পরিস্কার ভাবে আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ বলে তিনি জানিয়েছেন। নির্বাচনের আগে এই কাজ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এবং অগণতান্ত্রিক বলেও উল্লেখ করে এই পদক্ষেপ কোনভাবেই মানা যায় না বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের পাশে থাকার জন্য তিনি অরবিন্দ কেজরিওয়াল, ভূপেশ বাঘেল, ক্যাপ্টেন অম ঋণ্ডোর সিং, অশোক গেইলোট, এম কে স্ট্যালিন মত অ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দের ধন্যবাদ জানিয়েছেন। এনসিপি প্রধান শারদ পাওয়ার আজ মুখ্যমন্ত্রী কে ফোন করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।