এই মুহূর্তে খেলাধুলা

মেসি , রোনাল্ডোকে টপকে বর্ষসেরা লেওয়ানডস্কি।

প্রসেনজিৎ মাহাতো , ১৮ ডিসেম্বর:- প্রকাশিত ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকা। মেসি-রোনাল্ডোকে টপকে বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠল রবার্ট লেওয়ানডস্কির মাথায়। মেসি-রোনাল্ডোকে টেক্কা দেওয়া সহজ কথা নয়। সেই অসাধ্যসাধন করলেন রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বফুটবলের দুই মহাতারকাকে পেছনে ফেলে প্রথমবারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্নের ফুটবলার। ফিফার সদস্য দেশগুলির অধিনায়ক, কোচ আর সাংবাদিকদের ভোটের নিরিখে বর্ষসেরা ফুটবলার বাছাই হয়। ফিফার বিচারে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যানুয়েল নুয়ার। ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন জুর্গেন ক্লপ। টটেনহামের সন হিউং মিনের গোলকে বছরের সেরা গোল হিসাবে বেছে নেওয়া হয়। ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পান ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। মেসি-রোনাল্ডোর রাজত্বে ভাগ বসালেন অন্য কেউ।

২০১৮ সালে লুকা মদ্রিচের পর ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি। ফিফার সদস্য দেশগুলির অধিনায়ক ও কোচের পাশাপাশি ভোট দেন সাংবাদিকরাও। আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে মেসি ও পর্তুগালের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্ষসেরা ফুটবলারদের নাম প্রকাশের পাশাপাশি ফিফা প্রকাশ করেছে ভোট দাতাদের ব্যালট। আর তাতেই দেখা যাচ্ছে, মেসির ভোটের তালিকায় নেই সিআর সেভেনের নাম। শত্রুতা বজায় রয়েছে। সেরা তিন ফুটবলারের তালিকায় মেসি একে রেখেছেন নেইমারকে। দ্বিতীয় এমবাপে। তৃতীয় স্থানে লেওয়ানডস্কিকে। এর আগে মেসির ভোট পেতেন রোনাল্ডো। কিন্তু এবার হয়নি। অন্যদিকে রোনাল্ডো গতবছর মেসিকে নিজের বর্ষসেরার তালিকায় না রাখলেও, এবার রেখেছেন। ক্রিশ্চিয়ানো প্রথম পছন্দ লেওয়ানডস্কিকে। দ্বিতীয় মেসি। আর তৃতীয় স্থানে ফরাসি স্ট্রাইকার এমবাপে। রোনাল্ডোর বাছাই করা লেওয়ানডস্কির মাথাতেই উঠেছে বর্ষসেরার তাজ।