এই মুহূর্তে জেলা

এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে শুভেন্দু ,আমি চাই তার লড়াই সফল হোক – আব্দুল মান্নান।

হুগলি , ১৬ ডিসেম্বর:- অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোরে,আর সেই আগুনে নিজেকেও পুড়তে হয়। বুধবার শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর শেওরাফুলি কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিন তিনি বলেন একসময় মমতা ব্যানার্জী বিজেপির সাথে হাত মিলিয়ে কংগ্রেসের ঘর ভেঙেছিল এখন তার নিজের চোখের সামনে তার নিজের ঘর ভাঙছে।

মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নান আরো বলেন এখন তার দলের নেতা মন্ত্রীরা বিজেপিতে যাচ্ছে দেখে তার কষ্ট হচ্ছে কিন্তু মমতা নিজে একসময় কংগ্রেস ভেঙে বিজেপির সাথে জোট করে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন।তখন হয়তো তার বয়স কম ছিল তাই বুঝতে পারেনি যে অন্যের ঘরে আগুন লাগলে নিজের ঘরেও একদিন আগুনে পোরে। তৃণমূল দলটা এখন শেষের পথে।তাই মমতার আর্তনাদ দেখে মানুষ খুশি হচ্ছে। এদিন মমতা ব্যানার্জীকে কটাক্ষ করার সাথে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন যে শুভেন্দুর যাত্রা শুভ হোক। তার পরিবারের সাথে কংগ্রেসের দীর্ঘদিনের পরিচয়।