এই মুহূর্তে কলকাতা

রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রীয় সরকারের কাজে যোগদানের নির্দেশ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

কলকাতা , ২৯ মে:- রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে জরুরী ভিত্তিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাজে যোগদানের নির্দেশ কে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।গতকাল সন্ধ্যায় কেন্দ্রের কর্মী বর্গ ও প্রশিক্ষণ বিভাগের তরফে রাজ্যকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে,কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি আলাপন বন্দ্যোপাধ্যায়কে ভারত সরকারের কাজে যোগদানের অনুমোদন দিয়েছে । ৩১ মে সকাল ১০টায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে তাঁকে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখ্য ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বাবুর চাকরির মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে। সম্প্রতি রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার তাঁর চাকরির মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দেয়।

এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক বলে তীব্র সমালোচনা করেছে। দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, নির্বাচনে পরাজয় বরদাস্ত না করতে পেরে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার পথে হাঁটছে। মুখ্য সচিবকে এরকম সময় সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় রাজ্যের মানুষের ক্ষতি করবে। অন্যদিকে বিজেপি দাবি করেছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন এই সিদ্ধান্ত পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই ।