উঃ২৪পরগনা,১৩ জানুয়ারি:- নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না সাউ গ্রেফতার । বীজপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।নৈহটি থানার পুলিশ অবৈধ বিস্ফোরক মজুদ রাখা মামলা ও অনিচ্ছাকৃত খুনের মামলায় ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠাবে। মুন্নাই ছিলো আসল পান্ডা।মধ্যপ্রদেশ থেকে সড়ক পথে দেবকের বাজি কারখানা গুলি তে বিস্ফোরক সাপ্লাই দিতো মুন্না।তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।