এই মুহূর্তে জেলা

আমাদের কর্মসূচিকে কপি-পেস্ট করেই তৃণমূলের নতুন কর্মসূচি দুয়ারে সরকার – লকেট চট্টোপাধ্যায়।

সুদীপ দাস, ২ ডিসেম্বর:- কলাপাতায় ডাল, ভাত, বেগুনবাজা দিয়ে দুপুরের আহার সারলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন হুগলির পান্ডুয়া ব্লকের সিমলাগর চাঁপাহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিলন উৎসব উপলক্ষে স্থানীয় বিধান গাইনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। অভিনেত্রী সাংসদকে হাতের কাছে পেয়ে আনন্দে ফেটে পরেন এলাকাবাসীরা। ফুল-মালা দিয়ে সাংসদকে এদিন তাঁরা বরণ করে নেন। এরপর বিধান গাইনের বাড়িতে ঢুকে ঠাকুরকে নমষ্কার করে মেঝেতে বসে ডাল-ভাতের স্বাদ নেন। পাশাপাশি এদিন তিনি চুঁচুড়ার ধর্ষিতা ছাত্রীর দোষীদের শাস্তির প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন।

তিনি বলেন এফআইআর হলেও দোষী শাস্তি পাবেনা আর না হলেও পাবেনা। সুতরাং থানায় অভিযোগ হোক বা নাই হোক দোষীদের শাস্তির দাবীতে বিজেপি রাস্তায় থাকবেই। দাবী হুগলির সাংসদ লকেট চ্যাটার্জীর। চুঁচুড়ার কামাপাড়ায় ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে আজ চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানেই উপস্থিত হন সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন এখানে এসেই তিনি জানতে পারেন কামারপাড়া ধর্ষন কান্ডে আজ অভিযোগ প্রত্যাহার করেছে শিশুর পরিবার। এরপরই তিনি অভিযোগ তোলেন তৃণমূল ধর্ষিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করে অভিযোগ তুলতে বাধ্য করেছে। থানার সামনে তিনি স্লোগান তোলেন উঠছে আওয়াজ বঙ্গে, ধর্ষনকারীরা দিদির সঙ্গে।