ব্যারাকপুর , ৩০ নভেম্বর:- ফের বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আর একটি জুট মিল। সোমবার সকালে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটে সাসপেনশন ওফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। ফলে ওই মিলে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে কর্মহীন হয়ে পড়ল প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার গেটে বন্ধের নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এরপর ক্ষিপ্ত শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী কালে অবিলম্বে মিল খোলার দাবিতে কারখানা গেটের সামনে ঘোষ পাড়া রোড অবরোধ করেও বিক্ষোভ দেখালেন বন্ধ জুট মিলের শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও কারখানা কর্তৃপক্ষ মিল বন্ধের কারন হিসেবে নোটিশে উল্লেখ করেছেন,উৎপাদনেঘাটতি থাকার ফলে কারখানাকে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ওই মিলের কর্মহীন শ্রমিকরা কতৃপক্ষের এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি দীর্ঘদিন ধরে কতৃপক্ষ তাদের ওপর কাজের চাপ বাড়িয়ে দিচ্ছিল। তাতেও শ্রমিকরা কাজ করতে রাজি হয়েছিল। রবিবার সন্ধেতে মিল কতৃপক্ষের সঙ্গে এবিষয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছিল। কিন্তু কতৃপক্ষ কাউকে কিছু না জানিয়েই রবিবার রাতের অন্ধকারে মিলের গেটে বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছেন। এদিকে শ্রমিকদের দাবি যদি অবিলম্বে মিল খোলা না হয়। তাহলে তারা ওই মিলে তিনটি গেটই বন্ধ করে আন্দোলন শুরু করে দেবেন।