এই মুহূর্তে জেলা

অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত উত্তরপাড়ার যুবক

হুগলি , ১৭ অক্টোবর:- অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত উত্তরপাড়ার যুবক, খোয়া গেলো ১ লক্ষ ৫৯ হাজার টাকা।চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের। লকডাউন চাকরি চলে যায় উত্তরপাড়া ভদ্রকালীর সপ্তর্ষি সামন্তর ।বেসরকারী সংস্থায় সফটওয়্যার প্রজেক্ট এর উপরে কাজ করতো সে। এতদিন বাড়িতে বসে থেকে চাকরির চেষ্টা করতে থাকেন। কয়েকদিন আগে অনলাইন কনসালটেন্সি নকরি ডট কমে তার সিভি সহ প্রফাইল আপলোড করেন। সংস্থা তার ইন্টারভিউ নেয় অনলাইনে।

টেক মাহিন্দ্রায় চাকরির জন্য সিলেকশানও হয়। রেজিস্ট্রেশান পুলিশ ভেরিফিকেশান বাবদ টাকা নিয়ে তার রসিদও দেয়। পরে মেলে অফার লেটার পাঠিয়ে দিয়ে বলে একটা এম্প্লয়ী আইডি তৈরী করতে হবে,তার জন্য ১ লক্ষ ৪৯ হাজার টাকা দিতে হবে। যা ফেরত যোগ্য।চাকরি পেতে মরিয়া সপ্তর্ষি মোট ১ লক্ষ ৯৯ হাজার টাকা দেন।এর পরে এন ই এফ টি করে টাকা ফেরত দেবে বলেও টাকা ফেরত দেয়নি ওই সংস্থা। বর্তমানে ফোনেও পাওয়া যাচ্ছে না কাউকে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার উত্তরপাড়া থানায় ও চন্দননগর সাইবার সেলে অভিযোগ জানান প্রতারিত।