স্পোর্টস ডেস্ক, ২৯ সেপ্টেম্বর:- শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের চুক্তিপত্রে সই করতে পারেন ভারতীয় তারকা স্ট্রাইকার জেজে। এর আগে বলবন্ত থেকে বিকাশ জাইরু সব ফুটবলারেরই সই হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব এফসির চুক্তিপত্রে। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে যে মুহূর্তে যাবতীয় ক্ষমতা চলে আসবে শ্রী সিমেন্টের (Shree) হাতে তখনই শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নতুন কোম্পানির চুক্তিপত্রে সই করানো হবে কোচ থেকে ফুটবলারদের। ইতিমধ্যেই সম্ভাব্য কোচেদের সঙ্গে কথা বলে চারজনের একটি তালিকা করা হয়েছে। যেখানে দু’জন ব্রিটিশ কোচের পাশাপাশি রয়েছে একজন স্প্যানিশ কোচ এবং আরেকজন লাতিন আমেরিকার।
এই চারজনের মধ্য থেকে সম্ভবত বুধবার একজনকে বেছে নেবেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কর্তারা। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ চাইছে এমন কাউকে কোচ করতে যিনি ইংরাজিটা ভাল মত জানেন। নাহলে ফুটবলারদের বোঝানোর জন্য কোচের সঙ্গে আরেকজন দোভাষী আনাতে হবে। সেই সূত্রেই দু’দন ব্রিটিশ কোচের মধ্য থেকে একজনের হওয়ার সম্ভাবনাই বেশি। এই দু’জন ব্রিটিশ কোচের মধ্যে একজন অবশ্যই রবি ফাউলার (Robbie Fowler)। কিন্তু অপর ব্রিটিশ কোচ কোচিং দক্ষতায় রবি ফাউলারের থেকে অনেকটাই এগিয়ে। টানা ৬ বছর ধরে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবে কোচিং করাচ্ছেন তিনি। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ঠিক করেছে, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের থেকে যাবতীয় ক্ষমতা হস্তান্তর হয়ে গেল, রাতেই অথবা বুধবার চারজন কোচের জুমে ইন্টারভিউ করে নেবেন। তারপরেই চূড়ান্ত কোচের নাম ঘোষণা করবেন।