এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পাঁচদিনে আট হাজার আবেদন জমা পড়লো।


কলকাতা, ৫ জুলাই:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য গত পাঁচ দিনে আট হাজার আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই প্রায় ছয় হাজার এবং বিভিন্ন জেলা থেকে দুই হাজারের সামান্য বেশি আবেদন জমা পড়েছে। এই জন্য মোট চারশো কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনার জন্য সহজ শর্তে এবং কম সুদে ঋণ নিতে পারেন সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ৩০ জুন এই কার্ডের সূচনা করেছিলেন। এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। বার্ষিক চার শতাংশ হারে সুদে পনেরো বছরে সেই টাকা পরিশোধ করা যাবে। এই জন্য রাজ্য সরকার ঋণের গ্যারান্টার থাকবে।