শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেল্টাজোতে এক ব্যক্তির বাড়ির হাঁসের খামার ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন প্রথমে ওই ব্যক্তির যখন বাড়ির হাঁসের খামারে যান তখন ওই অজগরটিকে দেখতে পান। এই দেখে ব্যাপক ব্যাপক আতঙ্ক হয়ে পড়েন। এরপর তরীঘরী খবর দেন বাগডোগরা বনবিভাগে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর ওই বিশাল আকৃতি অজগরটি উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। অপরদিকে অজগরটিকে দেখতে ভীড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা। এবং সুস্থ রয়েছে।
Related Articles
বীরভূম জেলার পুলিশ সুপার বদল।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- বীরভূম জেলার পুলিশ সুপার বদল করা হল। নগেন্দ্র ত্রিপাঠিকে বদলি করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটেড ওএসডি পদে। বীরভূম জেলার পুলিশ সুপারের দায়িত্বে আনা হলো দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। প্রশাসনিক সূত্রের দাবি এটা রুটিন বদলি। যদিও বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনার পর জেলার পুলিশ সুপারকে […]
বেআইনি ও বেহিসাবি অর্থ নির্বাচনের কাজে ব্যাবহার করা যাবে না , জেলা প্রশাসনকে নির্দেশ কমিশনের।
কলকাতা , ৩ এপ্রিল:- বেআইনি এবং বেহিসাবি অর্থ নির্বাচনের কাজে কোন ভাবেই ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে আবার নির্দেশ দিয়েছে। কমিশন নিযুক্ত আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক বি মুরোলিকুমার আজ রাজ্যের সব জেলা শাসক, পুলিশ সুপার ও নোডাল আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এই নির্দেশ দিয়েছেন বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর […]
অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখছে রাজ্য।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কিছুতেই পিছু ছাড়ছে না করোনা জুজু। তাই আপাতত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে রাজ্য।শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির […]








