এই মুহূর্তে জেলা

জাতীয় ফুলের অবমাননা ! নাম না করে কামারহাটির বিধায়ককে কটাক্ষ বিজেপি কর্মীদের।

হাওড়া, ২৯ জানুয়ারি:- জাতীয় ফুলের ‘অবমাননা’? নাম না করে কামারহাটির বিধায়ককে ট্রেডমার্ক মাতাল বলে কটাক্ষ হাওড়ার বিজেপি কর্মীদের। রামরাজাতলা মন্দিরে পদ্ম দিয়ে রামের পুজো দিয়ে প্রার্থনা, ওনার চৈতন্য হোক। কৃতকর্মের ফল উনি পেয়েছেন। ভগবান ওনাকে ক্ষমা করুন। বেলঘড়িয়ায় পৌষমেলার অনুষ্ঠানে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র জাতীয় ফুল পদ্মফুল’কে বয়কট করার ঘটনায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় মদন মিত্রের বিরুদ্ধে জাতীয় ফুল অপমান ও অবমাননা করার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এর প্রতিবাদে এবার সোচ্চার হলেন হাওড়ার বিজেপি কর্মীরা।

জগাছার রামরাজাতলা মন্দিরে শনিবার সকালে পদ্ম ফুল নিয়ে রামের পুজো দেন বিজেপি কর্মীরা। মদনের নাম না করে তাঁকে চিহ্নিত মাতাল বলে মন্তব্য করেন। বিজেপি কর্মীরা রামের কাছে প্রার্থনা করেন, ওনার চৈতন্য হোক। বিধায়কের দুর্ঘটনায় আহত হওয়ার খবরে বিজেপি কর্মীরা বলেন, উনি কুকর্মের ফল পেয়েছেন। দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচেছেন। ভগবান ওনাকে ক্ষমা করে দিন।