কলকাতা , ৯ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্যে স্বাস্থ্যকর্মী ঘাটতি মেটাতে রাজ্য সরকার নতুন করে মোট ৬৪২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন পথ গুলির মধ্যে ৭৫টি সরকারি হাসপাতালে ৪৮৫টি নতুন পদ তৈরি করে নিয়োগ করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১৫৭টি মেডিক্যাল টেকনোলজিস্ট পদ শূন্য রয়েছে। দ্রুততার ভিত্তিতে এই সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে। করোনা সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে বেশি সংখ্যক টেস্টের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গেও বিপুল সংখ্যক টেস্ট হচ্ছে। এ পর্যন্ত রাজ্যে মোট ২২ লক্ষ ৪৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর দৈনিক গড়ে টেস্ট হচ্ছে ৪২ হাজারের বেশি। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড়ে টেস্ট হয়েছে প্রায় ২৫ হাজার জনের। এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ফলে মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা ক্রমশ বাড়ছে। অথচ বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যে সংখ্যক মেডিক্যাল টেকনোলজিস্ট আছেন তা দিয়ে কাজ চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্বাস্থ্য দফতরকে। তার মধ্যে বিভিন্ন হাসপাতালে এই পদ শূন্য অবস্থায় পড়ে আছে। এই পরিস্থিতিতে ১৫৭টি শূন্য পদে অবিলম্বে নিয়োগের পাশাপাশি নতুন পদ তৈরি করে আরও ৪৮৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে গিয়েছিল মন্ত্রিসভার কাছে। এদিন সেই প্রস্তাবে সিলমোহর পড়েছে।