এই মুহূর্তে জেলা

জল যন্ত্রনা এখন নিত্যসঙ্গী শ্রীরামপুরের রাজ্যধরপুর এর মানুষের।

হুগলি , ৫ সেপ্টেম্বর:- বৃষ্টি হোক বা নাই হোক, টানা কয়েকবছর ধরে জল যন্ত্রনা সহ্য করতে হচ্ছে শ্রীরামপুর থানার রাজ্যধরপুর নতুন পাড়ার বাসিন্দাদের। বিগত কয়েকবছর ধরে জলবন্দি এই এলাকা। বছরে প্রায় ৮ মাসই জল জমে থাকে এখানের রাস্তায়। স্থানীয় পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ। বর্তমানে এলাকাবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীরা। তবে সরকারী হস্তক্ষেপ ছাড়া এখানকার জল যন্ত্রনা মেটানো সম্ভব নয় বলে দাবী বিজেপি কর্মীদের। তাঁরা বলেন এলাকার মানুষদের কথা না ভেবে এখানে নর্দমা বুঝিয়ে একের পর এক কারখানা হচ্ছে। যার ফলে জল জমছে এখানে। যদিও এবিষয়ে স্থানীয় পঞ্চায়েতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।