এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সভায় বিস্ফোরক কল্যাণ , অমিত মালব্যকে অশিক্ষিত অপদার্থ লোক বলে আক্রমণ।

বাঁকুড়া ,২৪ জানুয়ারি:- ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর মুখে জয় বাংলা স্লোগানের বিনিময়ে অমিত মালব্য টুইট প্রসঙ্গে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত মালব্য একটি অশিক্ষিত অপদার্থ লোক বলে একথা বলেন। বাইরের থেকে তিনি এসে কি করে জানবেন বাংলার সেন্টিমেন্ট। লজ্জা করেনা। অপসংস্কৃতির ধারক বাহক। তিনি একটা ইন্টেলেকচুয়াল ক্রিমিন্যাল।

শুধু তাই নয়, নেতাজীকে নিয়ে রাজনীতি করা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যর প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষকে এমন ভাবে টেনে রেখেছে যে তার বাবারই ক্ষমতা নেই তাকে টেনে নিয়ে যাওয়ার। একই সাথে সরকারি অনুষ্ঠানে দলীয় শ্লোগান নিয়েও প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারী অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর সামনে তাদের রাজনৈতিক শ্লোগান দিচ্ছে আর প্রধানমন্ত্রী চুপ করে বসে আছে এর থেকে লজ্জা ভারতবর্ষে আর কিছু হতে পারেনা।