এই মুহূর্তে জেলা

কল আছে, জল নেই, চাতক পাখির মতোই কলের দিকে তাকিয়ে গ্রামবাসী।

হুগলি, ১১ সেপ্টেম্বর:- সজলধারা প্রকল্পে সরকারী খরচে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন তৈরি হয়েছে। প্রকল্প চালু হলেও নেই কোনো জল সরবরাহ। তাই রাস্তার পাশে পঞ্চায়েতের কল ও পুকুরের উপর ভরসা গ্রামবাসীদের। চণ্ডীতলা ব্লকের বাকসা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জল সমস্যায় জর্জরিত গ্রামবাসিরা। পঞ্চায়েত থেকে জেলাশাসক সহ বিভিন্ন দফতরে জানিয়ে কোনো ফল মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্ষোভে ফুটছে বাকসা গ্রাম পঞ্চায়েতের গ্রামের মানুষজন। কবে আসবে জল সেই দিকে তাকিয়ে রয়েছে সকলেই। চন্ডিতলা ব্লকের বাকসা গ্রাম পঞ্চায়েতের আচার্য্যপাড়া, মান্নাপাড়া, হালদারপাড়া সহ বিভিন্ন গ্রামে নেই সজলধারা প্রকল্পে পানীয় জল। পাঁচ বছর আগে তৈরি হওয়া এই জল প্রকল্পে নেই পানীয় জলের সরবরাহ। ভোটের সময় রাজনৈতিক দলের সদস্যরা প্রতিশ্রুতি দিয়ে গেলেও মেটেনি কোনো সমস্যা।

গ্রামে জলের রিসার্ভার তৈরি করার জন্য জমি দিয়েছিলেন গ্রামবাসী মনোজ পোড়েল। তার দাবি, বারবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। শুধুমাত্র কাটমানি খাওয়ার জন্য আজ গ্রামবাসীরা পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছে। গ্রামে জল সমস্যা রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তৃণমূল বুথ সভাপতি অরিজিৎ মুখার্জী বলেন, পরিকাঠামো ত্রুটি থাকার কারণে, গ্রামে বাড়ি বাড়ি জল সরবরাহের ত্রুটি রয়ে গেছে। ফলে গ্রামবাসীদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। জল সমস্যার সমাধান প্রসঙ্গে বাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ ঘোষ জানিয়েছেন, জল প্রকল্পের শুরু থেকে প্রথম কম সংখ্যক বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছিল। কিন্ত বর্তমানে প্রত্যেক বাড়ি বাড়ি জলের পাইপলাইন দেওয়ার ফলে জল সরবরাহ ঠিকমতো হচ্ছে না। তবে বাকসা বিবিরতলা গ্রামে নতুন পাম্প সেন্টাররের কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ মাসের মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু হয়ে যাবে।