ব্যারাকপুর , ৪ সেপ্টেম্বর:- রাজ্য ব্যাপী বিজেপির গনতন্ত্র বাঁচাও কর্মসূচি উপলক্ষে শুক্রবার বেলায় ব্যারাকপুরের মহকুমা অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে। তিনি বলেন, দুর্গা পুজোর বিসর্জনের পরই মমতা দলকেও বিসর্জন করা হবে।বৃহস্পতিরবার রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশকে কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তার অভিযোগ, বৃহস্পতিবার তার নিরাপত্তা রক্ষী সিআইএসএফ জওয়ানদের ওপরও হামলা চালানো হয়েছে। ওইদিন বিকালে ও রাতে তার বাড়ি আশেপাশেও ব্যাপক বোমাবাজি করা হয়েছে।
এই লড়াইয়ে তিনি একদম ভীত নন বলে সাফ জানিয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ। যদিও এই বোমাবাজির ঘটনায় অর্জুন সিংয়েরই হাত রয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ আরও বলেন,মনে হচ্ছে এই পুলিশও একদিন মমতার পাশে থাকবে না। তাছাড়া টাকা বাঁচাতে মমতার পরিবারও একদিন ভেঙে যাবে। এদিন সাংসদ অর্জুন সিং তৃণমূলের প্রধান পরামর্শদাতা পি কেকেও একহাত নিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, পি কে এখানে তৃণমূল দলকে বাঁচাতে আসেনি। বরং ও এখান থেকে টাকা তুলে তার ব্যাবসা বাড়াতে এসেছে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অর্জুন দাবি করলেন, আগামী বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর মহকুমায় বিজেপি সাতটা আসনেই জয়লাভ করবে।