হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। সারা রাজ্যের প্রায় এমন প্রায় বারশো টেট উর্ত্তীর্ণ প্রার্থী আছেন তাঁদের নিয়োগ হয়নি। তিনি আরও জানান, ওই সময় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা টেট পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণ থাকবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রতিশ্রুতিমতো তাঁদের নিয়োগ হয়নি। যদিও পরবর্তীকালে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে তা থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রার্থীই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের আবেদন, যাতে তিনি প্রতিশ্রুতি পালন করেন। শিক্ষাভবন ছাড়াও এদিন এই মঞ্চের তরফ থেকে জেলাশাসক, দক্ষিণ হাওড়ার বিধায়ক ব্রজমোহন মজুমদার এবং রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছেও তাঁরা ডেপুটেশন দেন বলে তিনি জানান।
Related Articles
কল্পকের কল্পনায় মা দূর্গার আবির্ভাব লকডাউনে !
সুদীপ দাস , ২০ অক্টোবর:- সাধারনের কাছে লকডাউন যখন অভিশাপ, তখন লকডাউনকে কাজে লাগিয়েই নিজের শিল্প কল্পনাকে বাস্তবিক রূপ দিয়েছে চুঁচুড়া ধরমপুর মহিষমর্দিনীতলার বাসিন্দা কল্পক রায়। কল্পক বটানি অনার্সে ২য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে পড়শুনা তার ধ্যান-জ্ঞান হলেও ছবি আঁকতে ভালোবাসতো সে। পাশাপাশি হাতের কাজেও সমান আগ্রহী সে। যদিও পড়ার চাপে সেসবে কোনদিনই সময় দিতে […]
পুজোর ছুটির পর নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পঠন শুরু করতে চায় সরকার।
কলকাতা , ৫ আগস্ট:- রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি […]
রাজ্য থেকে টিবি মুক্তের ডাক চাঁপদানি পৌরসভার।
প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- আর টি বি নয়।আসুন আমাদের রাজ্যকে টিবি মুক্ত করি।চাপদানিতে এই বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। চাপদানির ১৯ নং ওয়ার্ড এর বিলটোলিতে পৌরসভার প্রাথমিক স্বাস্ত্যকেন্দ্রে আজ টি বি রুগীদের পরিশেবা দেওয়ার নবনির্মিত ঘরের শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সহ অন্যান্য কাউন্সিলর সরকারি স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা। […]