এই মুহূর্তে জেলা

দ্বান্দ্বিক নাট্যোৎসব হাওড়ায়।

 

হাওড়া,৩০ ডিসেম্বর:- নতুন বছরে নাট্যপ্রেমীদের জন্য সুখবর। রুচিশীল বাংলা নাটক উপহার দিতে চলেছে দ্বান্দ্বিক নাট্যসংস্থা। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হতে চলেছে। দ্বান্দ্বিক ৪৬ বছরে পদার্পণ করল। প্রয়াত নাট্যকার অচিন্ত্য চৌধুরী স্মরণে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসবের সূচনা হবে আগামী ৪ জানুয়ারি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                      নাটক চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ৪ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় সূচনা হবে এই নাট্যোৎসবের। মোট ৬ দিনে ৮টি নাটক মঞ্চস্থ হবে। এরমধ্যে রয়েছে ভালোলোক, অলীক, ভাইরাস, স্বপ্ন দেখার গপ্পো, ভানু সুন্দরীর পালা, দুই হুজুরের ভৃত্য, বলো দুগগা মাঈ কি, আঁধার গলি প্রমুখ। থাকছে সুশান্ত চৌধুরী স্মারক বক্তৃতা। উদ্যোক্তাদের আশা এবারও জনপ্রিয় হবে এই নাটকের উৎসব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.