এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের অসহযোগিতায় সরকারের বিভিন্ন কাজ দেরি হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অসহযোগিতায় সরকারের বিভিন্ন কাজে অযথা দেরি হচ্ছে বলে ফের একবার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ শুধু রাজ্যপাল সই করছেন না বলে প্রচুর গুরুত্বপূর্ন ফাইল আটকে রয়েছে। আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনের জন্য তিনি নিজে মন্ত্রিসভার মুখপাত্র হয়ে ফাইলে সই করলেও রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গভর্নর ফেরত পাঠিয়েছেন ফাইল। আমি নিজে সই করে ফাইল পাঠিয়েছি। বলছেন, মন্ত্রিসভায় পাশ করে পাঠাও।’’

There is no slider selected or the slider was deleted.

মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই মন্ত্রিসভার মুখ এবং কণ্ঠ, ‘ভয়েস অফ দ্য ক্যাবিনেট’। তা সত্ত্বেও শিষ্টতা করে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিষয়টি পাঠিয়েছেন বলে জানান মমতা। রাজ্যপালের নাম না করে মমতা বলেন, ‘‘কয়েকটি মুখ, যাঁদের আমি শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না। অশ্রদ্ধা করা কথাটা আমার রুচিতে বাধে। কোনও কিছু করতে গেলেই বাধাদান করা একটা কাজ। আমি জানি না, কেন এগুলো করছেন। অকারণে বিলম্ব করা হচ্ছে।’’প্রসঙ্গত মার্চের সাত তারিখ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর জন্য রাজ্যপালের কাছে বিধি মেনে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। কিন্তু পদ্ধতিগত প্রশ্ন তুলে সেই প্রস্তাব ফেরত পাঠান রাজ্যপাল। যা নিয়ে অসন্তুষ্ট রাজ্য সরকার ইতিমধ্যেই বিকল্প পথের সন্ধান করছে বলে খবর নবান্ন সূত্রে।

There is no slider selected or the slider was deleted.