ঝাড়গ্রাম , ৯ আগস্ট:- এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর । স্থানীয় বাসিন্দারা ওই রোগীর দেহ সৎকারে বাধা দেয় । সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও । জানা গিয়েছে , গতকাল শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের (৮৮)। তিনি বিনপুরের বাসিন্দা । এরপর আজ রবিবার সকাল ৯ টা নাগাদ সমস্ত কোভিড নিয়ম মেনেই তাঁর দেহ সৎকারের জন্য শহরের নহড়খাল এলাকায় নিয়ে আসা হয় । কিন্তু বাধ সাধে স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি , শহরের মধ্যে কোভিড দেহ সৎকার করা যাবে না । যদি বা তা করা হয় তবে এলাকা স্যানিটাইজ করে দিতে হবে । এই নিয়ে শুরু হয় বিক্ষোভ । ডোমদের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ইট-পাথরও ছোঁড়েন বলেও অভিযোগ । এরপর অকুস্থলে আসে পুলিস । ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পর , আই সি পলাশ চট্টোপাধ্যায় ও এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বিক্ষোভকারীদের দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এরপর পুলিসের উপস্থিতিতেই ওই সৎকারের কাজ শুরু হয়।
Related Articles
কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে।
কলকাতা, ১ ডিসেম্বর:- কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে। মোট ২৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে বলে রেল সূত্রে জানা গেছে। এর মধ্যে ৩০টি ট্রেন চলবে হাওড়া ডিভিসনে, ২২টি ট্রেন চলবে আসানসোল ডিভিসনে ও ২টি ট্রেন চলবে মালদহ ডিভিসনে। হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে […]
তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর।
সুদীপ দাস , ৬ জুন:- তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর দত্তপুর এলাকা। উভয় পক্ষের আহত 4। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। একজনের অবস্থা গুরুতর।তবে বিজেপি কর্মীর উপর আক্রমণের জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে দায়ী বলে মনে করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি […]
বৃক্ষরোপন কর্মসূচি গড় মান্দারণে।
আরামবাগ , ১৭ জুলাই:- আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার মান্দারন পঞ্চায়েতের গড় মান্দারনে বৃক্ষরোপণ কর্মসূচি হলো শনিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, স্থানীয় জয়েন্ট বিডিও ও অঞ্চল প্রধানসহ অন্যান্যরা। জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরন্য সপ্তাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো সবুজায়ন। সেই মতো সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। […]