স্পোর্টস ডেস্ক, ৯ আগস্ট:- রক্ষণ ভেদ করে মাটিতে গড়াগড়ি খেয়ে দুরন্ত গোলে দলকে জয় উপহার দিলেন এলএম টেন। সেই সঙ্গে নাপোলিকে ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন বার্সেলোনাকে। শনিবার রাতে ইতালির ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারালো বার্সা । এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র হয়েছিল । অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে নেমে এদিন দুই অর্ধ মিলিয়ে বার্সেলোনা দারুণ খেলেছে । দুই লেগ মিলিয়ে ক্লাব ৪-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গেল।
৩-১ গোলের বার্সেলোনার জয়ে অধিনায়ক মেসি একটি গোল করান ও আরেকটি গোল করিয়েছেন । কারণ গতি , ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছেন পেনাল্টি। স্পট কিক থেকে কেবল বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ । ২৩ মিনিটে মেসি জাদু শুরু । ডানপ্রান্ত ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পেছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন লিও, তবে হাল ছাড়েননি । পড়ে গিয়ে মুহূর্তে উঠে অর্ধ শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দলকে ২-০ এগিয়ে দেন। বার্সেলোনায় হয়ে ম্যাচের ১০ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে ও প্রথমার্ধের শেষদিকে স্পটকিক থেকে লুইস সুয়ারেজ বাকি দুটি গোল করেন । নাপোলির হয়ে দ্বিতীয়ার্ধে ইনসিনিয়ে একটি গোল করে ব্যবধানে কমালেও ম্যাচ জিততে পারেননি।