এই মুহূর্তে খেলাধুলা

রাখী বন্ধন উৎসবে মাতলেন ২২ গজের তারকারা।

সৌরভ রায়, ৩ আগস্ট:- করোনা আবহে উৎসবে ভাঁটা পড়েছে। কিন্তু ভাই-বোনের সম্প্রীতির বন্ধনে বাধা হয় নি। ফলে ঘটা করে অনুষ্ঠান করা না গেলেও, রাখী বন্ধন উৎসবে সামিল হলেন আট থেকে আশি সকলেই। পিছিয়ে ছিলেন না টিম ইন্ডিয়া থেকে বাংলার ক্রিকেটাররাও। দিদি বা বোনের হাত থেকে রাখী পড়ে চলল উপহার বিনিময় ও মিষ্টিমুখের পালা। এদিন পরিবারের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালন করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। শুভেচ্ছা জানান সকলকে । অন্যদিকে রাখী বন্ধনের ছবি পোস্ট করেছেন আর এক ভারতীয় তারকা সুরেশ রায়না। রাখী বন্ধন উৎসবে সামিল হয়েছেন শিখর ধাওয়ানও । পোস্ট করেছেন সেই ছবি ।

রাখী বন্ধনে পরিবারের সঙ্গে সেলিব্রেশন করার ছবি পোস্ট করেছেন ইশান্ত শর্মা ও গৌতম গম্ভীরও । টিম ইন্ডিয়ার পাশাপাশি রাখী বন্ধন উৎসবে সামিল হলেন বাংলার ক্রিকেটাররাও । সল্টলেকে দিদির বাড়িতে রাখী বন্ধন পালন করলেন বাংলার তারকা ব্যাটসম্যান অভিষেক রমণ । চলে উপহার বিনিময় ও মিষ্টিমুখ। অন্যদিকে রঞ্জির ফাইনালের পর থেকে বিহারের সাসারামে নিজের বাড়িতেই আছেন বাংলার ফাস্ট বোলার আকাশদীপ। এদিন দিদি ও বোনেদের সঙ্গে রাখী বন্ধন পালন করলেন আকাশদীপ । পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠার ছবিও পোস্ট করেন তিনি । বাংলার অন্যান্য ক্রিকেটাররাও এদিন রাখী পড়ে ছবি পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়।