কলকাতা, ৯ মার্চ:- তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে সূচনায় রাজ্যপালের ভাষণের সময় বিশৃংখলার ঘটনা নিয়ে একটি প্রস্তাব আনতে চলেছে। এদিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনের দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা হবে। এছাড়াও নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার আগামী অর্থবছরের অন্য বাজেট প্রস্তাব পেশ করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।