সোজাসাপটা ডেস্ক , ২ আগস্ট:- ফের নতুন সদস্য আসতে চলেছে বেঙ্গল সাফারী পার্কে। আবার গর্ভবতী হয়েছে শীলা। মনে আছে তো সেই শীলাকে। এই শীলাই এর আগে তিনটি বাচ্চা দিয়েছিল । যার মধ্যে একটি বাঘ ছিলো সাদা বর্ণের । এবার আবার সে গর্ভবতী হয়ে পড়েছে । তবে এবার তার সাথীর পরিবর্তন হয়েছে । প্রথমবার স্নেহাশীস ছিলো তার সাথী এবার তার সাথী হয়েছে বিভান । এই লকডাউনে বিভান আর শীলার মেলামেশাতেই শীলা গর্ববতী হয়ে পড়ে । এই বিষয়ে সাফারী পার্কের ডিরেক্টর ধরম দেও রাই বলেন যে প্রথমের তিনটি বাচ্চার মধ্যে একটি মারা গেলেও এখনও দুটো বাচ্চা বেশ ভালো আছে। এবার আবার নতুন সদস্য আসার দিনগোনা শুরু । এর পাশাপাশি তিনি আরও বলেন যে ইতিমধ্যেই শীলাকে বিশেষ নজরদারীতে রাখা হয়েছে । এবং প্রয়োজনীয় ব্যাবস্থাও নেওয়া হচ্ছে । এর পাশাপাশি তিনি আরও বলেন যে পার্কের বাকি পশু পাখিরাও ভালো আছে।
Related Articles
সাসপেনশন অফ ওয়ার্ক এর ৯ বছর পরেও অন্ধকারে হিন্দমটরের শ্রমিক পরিবার গুলি।
হুগলি, ৪ ডিসেম্বর:- হিন্দুস্থান মোটরস কারখানার সাসপেনশন অফ ওয়ার্কস এর পর ন বছর পর এখনও অন্ধকারে শ্রমিক পরিবারগুলি। উদাসীন প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ! এক সময়ের এশিয়ার দ্বিতীয় বৃত্ততম মোটরগাড়ি তৈরির কারখানা চত্ত্বর এখন পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। কারখানার শ্রমিকদের দাবি, সব রাজনৈতিক দলের বোঝাপড়ার পরেই দিনের আলোয় এখন প্রতিদিন কারখানা থেকে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে অথচ […]
সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]
ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।
কোচবিহার,২৯ জানুয়ারি:- কোচবিহারে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবুবক্কর সিদ্দিকি। তার বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে […]