এই মুহূর্তে খেলাধুলা

আর্কাইভ তৈরি করে চমক ইস্টবেঙ্গলের , ১৩ অগাস্ট উদ্বোধন।

স্পোর্টস ডেস্ক, ২৬ জুলাই:- শনিবার এফএসডিএলের বৈঠকে ১০ দলের আইএসএলের ইঙ্গিতের পর ইস্টবেঙ্গলে আইএসএল খেলা নিয়ে ঘরে বাইরে আরও চাপ তৈরি হয়েছে। ইনভেস্টারের না আসায় অবশ্য ক্লাবের আধুনিকীকরণে কোনও বাধা হচ্ছে না। কলকাতার প্রথম ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলে একশোর বছরের আর্কাইভ তৈরি হতে চলেছে। এই আর্কাইভে ক্লাবের ইতিহাস, ক্লাবের একশো বছরে জার্সির বদল, ক্লাবের প্রথম ট্রফি, বিদেশিদের হাত ধরে সাফল্য , ক্লাবের আশিয়ান কাপ জয় এমন সব ইতিহাসের দলিল থাকতে চলেছে। ময়দানি ফুটবল ফ্যানেরা আর্কাইভ ঘুরে দেখে মুহূর্তেই টাইম মেশিনে ফিরে গিয়ে একশো বছরের ইতিহাস চাক্ষুষ করার সুযোগ পাবে। নবনির্মিত এই আর্কাইভ আগামী ১৩ অগাস্ট উদ্বোধন হতে চলেছে । সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে রেস্তোরাঁ ও পানশালাও তৈরি হচ্ছে। করোনা লকডাউনের কারণে পানশালার লাইসেন্সিং পাওয়া থমকে। লাইসেন্স পেলেই ক্যাফেটেরারির পাশে নতুন রেস্তোরাঁ ও পানশালার ব্যবস্থা শুরু হবে। তবে এ বছর করোনা পরিস্থিতিতে জাঁকজমক করে না হলেও ছিমছাম করে ১ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।