সোজাসাপটা ডেস্ক,২৭ নভেম্বর:- রাত পোহালেই তিন বিধানসভা উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ কোনভাবেই প্রবেশ করতে পারবে না। এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন। এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার। ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দুটি করে হলে থাকছে বেশকিছু টেবিল। কালিয়াগঞ্জে থাকবে কুড়িটি টেবিল। করিমপুর টেবিল থাকবে ১৭ টি। আর খড়্গপুরে থাকবে ১৬ টি টেবিল। কালিয়াগঞ্জ এ ভোট গণনা হবে ১০ রাউন্ড। করিমপুরে হবে ১৪ রাউন্ড। আর খড়্গপুরে ১৬ রাউন্ড শেষে জানা যাবে ভোটের ফল। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT গণনা হবে বলে কমিশন সূত্রে খবর।
Related Articles
কোর্টের নির্দেশে পরবর্তী রাজ্যে বাহিনী মোতায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে।
কলকাতা, ১৩ জুলাই:- হাইকোর্টের নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকেl নির্বাচনী আচরণ বিধি তুলে […]
কলকাতা পুলিশের নতুন নগরপাল হচ্ছেন বিনীত গোয়েল।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- কলকাতা পুলিশের নতুন নগর পাল হচ্ছেন বিনীত গোয়েল। তিনি এখন এ ডি জি এস টি এফ পদে রয়েছেন। তাঁর জায়গায় এই দায়িত্ত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং। তিনি এখন এ ডি জি সি আই ডি পদে রয়েছেন। এস টি এফ্ তাঁর অতিরিক্ত দায়িত্ত্ব হবে বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 587
বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।
কলকাতা , ১৬ জুন:- বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, […]








