ঝাড়গ্রাম,১৭ জুলাই:- ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে। গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের আনাগোনা বেড়েছে। এমনকী মাওবাদীরা নতুন কৌশল করে মিটিং করছে। সেই রিপাের্ট গােয়েন্দাদের কাছে পৌছেছে। তাই এরাজ্যের পুলিসকে সতর্ক করেছে গোয়েন্দা দপ্তর। সম্প্রতি, রাজ্য পুলিসের আইজি জেলায় এসে এক উচ্চ পর্যায়ের মিটিং করে গিয়েছেন।
Related Articles
নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিআই ট্যাগ পেতে আবেদন জানাচ্ছে রাজ্য।
কলকাতা, ১৭ এপ্রিল:- রাজ্যের সংস্কৃতির অঙ্গ রাখি এবং নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেতে আবেদন জানানো হচ্ছে। রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের অধ্যাপক দিব্যেন্দুবিকাশ দত্ত বলেন, রাখির জন্য কালনা ও নলেন গুড়ের জন্য মাজদিয়াকে চিহ্নিত করা হয়েছে। সেখানে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরির কাজ চলছে। এরপর জিআই […]
হঠাৎই দলত্যাগী দুই বিধায়কের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে , জল্পনা রাজনৈতিক মহলে।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই […]
ভোট পরবর্তী হিংসার তদন্তে ৭ সদস্যের দল গঠন জাতীয় মানবধিকার কমিশন।
কলকাতা, ২১ জুন:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে জাতীয় মানবাধিকার কমিশন ৭ সদস্যের দল গঠন করেছে। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি নিয়েওই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্ব ওই দলটি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখবে। তিনি ছাড়াও ওই দলে থাকবেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা […]