এই মুহূর্তে জেলা

বেসরকারি বাস পথে না নামলে বাস নিয়ে নেবে সরকার – মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৩০ জুন:- রাজ্য সরকারের আবেদন মেনে আগামীকাল থেকে বেসরকারি বাস পথে না নামলে বাস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান পরিস্থিতিতে মানুষের দুরবস্থার কথা ভেবে ভাড়া বাড়াতে রাজি না হলেও রাজ্য সরকারের কোষাগার থেকে বাস মালিকদের ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে সম্মতি জানালেও পরে বাস মালিকরা নিজেদের অবস্থান বদল করেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে মহামারী আইন প্রয়োগ করে রাজ্য সরকার বেসরকারি বাস গুলিকে হুকুম দখল করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

সেক্ষেত্রে সম্মত হলে বাসের ড্রাইভার এবং কন্ডাক্টার দের রাজ্য সরকারি বেতন দেবে।আগামীকাল পর্যন্ত পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । তবে বাস মালিকদের আরও একবার মানুষের কথা ভেবে সরকারের আবেদনে সাড়া দিতে তিনি আহ্বান জানান। অন্যদিকে অন্তত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের জন্য কলকাতার মেট্রো রেল পরিষেবা শুরু করার আবেদন জানিয়ে মুখ্যসচিব রাজীব সিনহা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রী বলেন মেট্রো পরিষেবা পুনরায় শুরু হলে বাসের উপরে চাপ অনেকটাই কমবে। একইসঙ্গে করো না প্রবণ ৫ টি রাজ্য কে বাদ রেখে সপ্তাহে একদিন করে আন্তঃরাজ্য বিমান চালানোর জন্য মুখ্যসচিব চিঠিতে অনুরোধ জানিয়েছেন।