এই মুহূর্তে জেলা

সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। কর্মীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণের।

হাওড়া, ২৯ জুন:- কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় সাসপেন্ড হওয়া ১৩ জন কর্মীর পাশে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে বুধবার ওই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, যেভাবে টোলপ্লাজা কর্তৃপক্ষ বিনা কারণে এই ১৩ জনকে সাসপেন্ডের নোটিশ দিয়েছে সেটা খুবই নিন্দনীয়।

এই জিনিস চলতে পারেনা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এদের কাজে পুনর্বহাল করতে হবে এই দাবি জানাচ্ছি। এই দাবি মানা না হলে আগামী দিনে ধাপে ধাপে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি তিনি বলেন, কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না।